‎মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আতিক-আমজাদ-টুটুল পরিষদ বিজয়ী

বার্তা সংবাদ
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৫ | ৯:৩৪ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৫ | ৯:৩৪ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মাসুদ পারভেজ:

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে আতিক-আমজাদ-টুটুল পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

‎শনিবার (২৬ এপ্রিল) মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যগনের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মো. ইব্রাহিম মিয়া আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. ফরিদ হোসেন, মো. আব্দুল হালিম মিয়া, মো. খোরশেদ আলম ও মহিউদ্দিন দেওয়ানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।‎

বিনা প্রতিদ্বন্ধিতায় ২৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি মো. আতিকুর রহমান আতিক, (রানাশাল উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাসান (ভাওড়া উচ্চ বিদ্যালয়), মো. সাদেক আলী মিয়া (জামুর্কি উচ্চ বিদ্যালয়), চন্দ্র মোহন বিশ্বাস ( গ্রামাটিয়া এস সি উচ্চ বিদ্যালয়), সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (বংশাই উচ্চ বিদ্যালয়), যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন মল্লিক (ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়), মো. মোস্তাফিজুর রহমান মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়), সহ-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (গায়রাবেতীল উচ্চ বিদ্যালয়), মো. শাহিনুল ইসলাম (মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়), কোষাধ্যক্ষ মো. ফলিম উদ্দিন আল মাহমুদ (দড়ানিপাড়া উচ্চ বিদ্যালয়), দপ্তর সম্পাদক মো. আব্দুর রউফ মিঞা (বাঁশতৈল মো. মুনশুর আলী উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল (বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (গোড়াই উচ্চ বিদ্যালয়), প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান (জনতা গল্লী উচ্চ বিদ্যালয়), সহ-প্রচার সম্পাদক মো. শওকত আকবর (হিলড়া আদাবাড়ি মো. আলী উচ্চ বিদ্যালয়), সাহিত্য সম্পাদক মো. সাইদুর রহমান (বংশীনগর সুর্য তরুন উচ্চ বিদ্যালয়), সহ-সাহিত্য সম্পাদক দেওয়ান আবু তাহের (টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়) , চিত্ত-বিনোদন বিষয়ক সম্পাদক মো. ফরিদ হোসেন (সিয়াম একাডেমি), সহ-চিত্তবিনোদন বিষয়ক সম্পাদক মো. শফিফুল ইসলাম (বালিয়াজান উচ্চ বিদ্যালয়) , ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আল মামুন (গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়) , সহ ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম (ভাতগ্রাম বৈলাশ রাখাল শ্রীবাস ইন্সটিটিউট) , ক্রীড়া সম্পাদক মো. মামুনুর রহমান খান (উয়ার্শী পাইকপাড়া এম ইয়াছিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়) , সহ-ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন (বানিয়ারা উচ্চ বিদ্যালয়) , ধর্মীয় বিষয়ক সম্পাদক মো. আতোয়ার রহমান (উয়ার্শী উচ্চ বিদ্যালয়) , মহিলা বিষয়ক সম্পাদক আমিনুন নাহার (রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়) এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার (টাকিয়া কদমা জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়)।

‎প্রধান নির্বাচন কমিশনার মো. ইব্রাহিম মিয়া জানান, গত ২৫ মার্চ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতি সাধারণ সভায় ত্রি-বার্ষিক নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গত ৮ ও ৯ এপ্রিল মনোনয়নপত্র গ্রহণ, ১০ এপ্রিল মনোনয়নপত্র জমা, ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১২ এপ্রিল আপত্তি, ১৩ এপ্রিল আপত্তি নিষ্পত্তি, ১৫ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং ২৬ এপ্রিল নির্বাচনের দিন ঘোষনা করে পত্র জারি করে। ত্রি-বার্ষিক নির্বাচনে আতিক-আমজাদ-টুটুল প্যানেল ছাড়া অন্য কোন প্যানেল মনোনয়নপত্র দাখিল করেননি। যাচাই বাছাই শেষে আতিক-আমজাদ-টুটুল পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষনা করে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করিয়ে সমিতির কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় ৩ জনকে জেলহাজতে প্রেরণ;৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন ‎মির্জাপুরে ভাতিজার হাতে চাচা খুন,স্ত্রী-সন্তান গুরুতর আহত ‎মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আতিক-আমজাদ-টুটুল পরিষদ বিজয়ী নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা