ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম


মাসুদ পারভেজ :
ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে একটি প্রভাবশালী পরিবার।
এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায়।জানা যায়, ওই এলাকার মৃত ছবুর সিকদারের ছেলে হাবেল সিকদারের (৫৫) পরিবারের উপর ঈদের আগের রাতে বাড়িতে ঢুকে এমন অমানবিক অতর্কিত হামলা চালায়।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় ভুক্তভোগী পরিবারের বাড়িতে ঢুকেই এমন হামলা করেন হামলাকারীরা।পরে তাদের ডাকচিতকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয় হামলাকারীরা।পরে স্থানীয়রা ভুক্তভোগী হাবেল সিকদার,তার স্ত্রী বুলবুলি বেগম (৫০) ও ছেলে রেজাউল করিম শুভকে (২১) দ্রুত হাসপাতালে পাঠান।সর্বশেষ জানা যায়,ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলাকারীরা হলেন ওই এলাকার মৃত মোকদম সিকদারের ছেলে বেলায়েত হোসেন (৫৫) ও তার দুই ছেলে মেহেদি হাসান (১৯),আবু বকর সিদ্দিক (২৩),স্ত্রী হাজেরা বেগম (৪৫),হিরু মিয়ার স্ত্রী রুমানা বেগম(৩৫)।
পরে ভুক্তভোগী হাবেল সিকদার মির্জাপুর থানায় হামলাকারীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত সরকারি কর্মকর্তা বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন,আমি বাজারে ছিলাম।খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি এমন ঘটনা।পরে জানতে পারলাম হাবেল সিকদাররাই আমার পরিবারের উপর আগে হামলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।পরে আমার ছেলেরা তাদের আত্নরক্ষার্থে এমনটা করেছে।পরে আমার পরিবারকেও চিকিৎসা করিয়েছি এবং ওদেরকেও হাসপাতালে নিয়ে গেছি।আমিও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগকারী হাবেল সিকদার বলেন,আমি বিকালে কুড়িপাড়া বাজারে গিয়েছিলাম।সন্ধ্যার পর বাড়িতে এসেই দেখি আমার স্ত্রী-সন্তানকে মারধর করেছে।পরে আমি বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাকেও ওরা মারধর করেছে।ওরা লাঠিসোঁটা,ধা,বটি নিয়ে আমার পরিবারের উপর এমন অতর্কিত হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাহ উদ্দিন বলেন,দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।