তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Link Copied!

মাসুদ পারভেজ :
আর মাত্র কয়েকদিন,তাই ঈদ।ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করার জন্যই প্রবাসীদের এই আয়োজন।প্রবাসীরা সবসময় দেশের কল্যাণে কাজ করে থাকেন,সাধারণ মানুষের পাশে থাকেন।এবারো তার ব্যাতিক্রম নই।প্রতি বছরের ন্যায় এবারো মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালবেলা তেলিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এ বছর ৭৫ টি পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
সংগঠনটির সদস্যদের সাথে কথা বললে তারা বলেন, প্রতিবছর আমরা যেন সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পারি এবং তাদের পাশে সবসময় থাকতে পারি সেজন্যে আমাদের জন্য দোয়া করবেন।সবাইকে ঈদ মোবারক।