জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল

Link Copied!

মাসুদ পারভেজ:
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল উপজেলা শাখার আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মহফিলে সংগঠনটির সভাপতি রেজাউল করিম রয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান সিটো,সাবেক বিআরডিবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী সোহরাব,উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী হারিজ সহ প্রমূখ।