ঢাকা || বুধবার , ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মির্জাপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই,ঘটনাস্থল ইউএনও’র পরিদর্শন

প্রকাশিত হয়েছে-

মাসুদ পারভেজ:

‎টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে ১৫টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ধরে ঔষুদের দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

‎বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন।

‎জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাথরঘাটা বাজারে একটি দোকানে আগুন দেখতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

‎এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।পরিদর্শন শেষে তিনি বলেন,অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।