‎মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের ৩ দিনের রিমান্ড মন্জুর

বার্তা সংবাদ
আপডেটঃ মার্চ ১৬, ২০২৫ | ১:০১ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ মার্চ ১৬, ২০২৫ | ১:০১ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মাসুদ পারভেজ :

‎মির্জাপুরের আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক ফিরুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।ধর্ষণের ঘটনার ২৭ দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই আসামি ধর্ষণ মামলার মূল আসামি বলে জানা যায়।

‎শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে ধর্ষক ফিরুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

‎মির্জাপুর থানা পুলিশ জানায়, এর আগে ঘটনার ধামাচাপা দিতে বিচারে সহযোগিতা ও ধর্ষক ফিরুজ মিয়াকে পালাতে সহযোগিতা করায় ধর্ষক ফিরুজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেফতার করেও জেলহাজতে পাঠিয়ে দিয়েছে থানা পুলিশ।এই ঘটনায় এ নিয়ে দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে দিয়েছেন।মামলার প্রধান আসামি ও ধর্ষক ফিরুজ মিয়াকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসা করা হলে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেন বলে জানা যায়।পরে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হলে টাঙ্গাইল কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

‎উল্লেখ্য, গত ২৭ দিন আগে ধর্ষণ করা হয় ১০ বছর বয়সের এক শিশুকে।বিষয়টি স্থানীয় মাতাব্বররা ১৭-১৮ দিন পর ঘরোয়াভাবে বসে বাকীতে মীমাংসা করেন বলে জানা যায়।পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।এলাকার মাতাব্বররা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রথমে মামলা করতে না দিলেও সর্বশেষ মাতাব্বরদের নামে সহ মামলা হয়েছে।

‎এমন ন্যাক্যারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায়।ধর্ষক ওই এলাকার মৃত নওসের আলী ওরফে রশিদ মিয়ার ছেলে ফিরুজ মিয়া (৪৫)।বিষয়টি মাতাব্বররা ধামাচাপা দেয়ার চেষ্টা করেও তারা সফল হয়নি।পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন তারা।বিচারহীনতায় ভুগছে শিশুটির পরিবার।”মির্জাপুরে ধর্ষণের মূল্য দেড় লাখ টাকা” এমন শিরোনামে প্রথমে “বার্তা সংবাদ” নামে একটি অনলাইন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ  প্রচার করেন গণমাধ্যমকর্মীরা।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত দিয়ে বলেন,গ্রেফতার শেষে আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়ে জেলহাজতে পাঠানো হলে বিচারক ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।বাকী আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন