ধর্ষণের শিকার সেই শিশুটির পাশে দাঁড়ালেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী


মাসুদ পারভেজ :
২৫ দিন আগে ধর্ষণ করা হয় ১০ বছর বয়সের এক শিশুকে।বিষয়টি স্থানীয় মাতাব্বররা ১৭-১৮ দিন পর ঘরোয়াভাবে বসে বাকীতে মীমাংসা করেন বলে জানা যায়।পরে বিষয়টি জানাজানি হলে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।এলাকার মাতাব্বররা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রথমে মামলা করতে না দিলেও সর্বশেষ মামলা হয়েছে এবং গ্রেফতারও হয়েছে একজন।
এমন ন্যাক্যারজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায়।ধর্ষক ওই এলাকার নওসের আলীর ছেলে ফিরুজ মিয়া।
এমন খবর বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নজরে আসে।পড়ে সে তাৎক্ষণিক উপজেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ১২ টার সময় ওই শিশুটির বাড়িতে যান।বাড়িতে গিয়ে শিশুটির পরিবারকে সঠিক বিচার পাবে এমন আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতা করে ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
শিশুটির পরিবারের সাথে কথা বলার পর গণমাধ্যম কর্মীদের বলেন,আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।শিশুটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা ফিরিয়ে দিতে পারব না,তবে সঠিক বিচার পাইয়ে দিতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারব এবং এটা করব।