আমরা বিএনপি জনগণের দল,পালিয়ে যাওয়ার রাজনীতি সমর্থন করি না-সাবেক এমপি কালাম

বার্তা সংবাদ
আপডেটঃ মার্চ ১২, ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ মার্চ ১২, ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মাসুদ পারভেজ :

‎টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুল্যা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর উপজেলার দুই বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ।

‎প্রধান অতিথি তার ইফতার পূর্ব দলীয় নেতা ও জনসাধারণের উদ্দেশ্য তিনি বলেন,আমরা বিএনপি জনগণের দল,পালিয়ে যাওয়ার রাজনীতি সমর্থন করি না। টানা ১৭ বছর দেশের জনগণের প্রতি আওয়ামীলীগ সরকারের অন্যায় নির্যাতনের কথা । আজ ১৭ বছর পর আমার আসনের জনসাধারণের সাথে উন্মুক্ত পরিবেশে ইফতার মাহফিলের উপস্থিত থাকতে পেরেছি।

‎তিনি আরোও বলেন, আওয়ামীলীগ সরকার আমাদের ইফতারের আয়োজন করতে দিত না । মহান আল্লাহর অশেষ রহমতে তাদের আজ পতন হয়েছে ।তাদের  পতন এমনভাবে হয়ে যে, দেশ থেকে পালিয়েই গেছে ।আমরা বিএনপি জনগণের দল পালিয়ে যাওয়ার রাজনীতিকে সমর্থন করি না  ।আমরা বাংলাদেশকে ভালবাসি, আমার নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসে বলেই ১৭ বছর অন্যায়-অত্যাচার সহ্য করার পরও আমরা দেশের মাটি ত্যাগ করি নাই ।

‎বক্তব্যে আরোও বলেন,আমরা জনগণের পক্ষের শক্তি, যার ফলাফল জনগণ আমাদের দিবে নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে। এই অন্তর্বর্তী সরকারের সময় যে নির্বাচন হবে তাতে জনগণ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে । তবে এক পক্ষ এই নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে । দেশের আইন শৃঙ্খলা খবুই খারাপ অবস্থা, এর সমাধান জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা । তা না হলে দেশের অশান্ত পরিস্থিতি শান্ত করা সম্ভব নয় ,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ।এই জন্য অতি অবিলম্বে মানুষ নির্বাচন চাই। আজ বাংলার মানুষ নির্বাচন চাই ,আজ বাংলার মানুষ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাই ,আজ বাংলার মানুষ  নিরাপত্তা চাই ,বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে চাই।

‎সেই সাথে তিনি আরো বলেন,ঈদের পর যদি নির্বাচনের রোডম্যাপ অন্তবর্তীকালীন সরকার  না প্রকাশ করে তাহলে জনগণকে নিয়ে জনগণের ভোটাধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হবো বলেও হুঁশিয়ারি করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা ।

‎ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম-সম্পাদক আলতাফ মিয়া, যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. আলম মৃধা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন,ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সহ প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন