‎মির্জাপুরের বাঁশতৈলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বার্তা সংবাদ
আপডেটঃ মার্চ ১১, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ মার্চ ১১, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মাসুদ পারভেজ:

‎দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ,অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি,বিচারহীনতা,ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি বাঁশতৈল শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সিনিয়র নেতৃবৃন্দরা ধর্ষণের বিচার, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষণের সাথে সকল জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে বক্তব্য রাখেন।প্রায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আবুজরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা রিয়াদ মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াত খান আবরারি ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ইউনিয়ন ইমাম ঐক্য পরিষদের সভাপতি হযরত মাওলানা বেলায়েত হোসেন, দারুল হুদা বালিকা মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা ইমদাদুল হক সহ প্রমূখ।

‎এ সময় বক্তারা বলেন,ধর্ষণের বিচার করতে আমরা আর কোন তামাশার আইন দেখতে চাই না।ধর্ষণ প্রমান হলে তাকে প্রকাশ্যে মৃত্যুদন্ড দিতে হবে।তানাহলে সারাদেশে আমরা আরো বিশাল আকারে বিক্ষোভের ডাক দেব ইনশাআল্লাহ।তারা আরো বলেন,আমরা সরকারকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই,ধর্ষণের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন