নানান আয়োজনে গায়রাবেতীল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত


মাসুদ পারভেজ :
বহুল আলোচিত নানান আয়োজনের মধ্য দিয়ে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ঐতিহ্যবাহী গায়রাবেতীল উচ্চ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা,গীতিকাব্য ডিসপ্লে ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধ-বৃহস্পতিবার (১৯-২০ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,গান,নৃত্য,গীতিকাব্য ডিসপ্লে প্রতিযোগিতা হয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানই যেখানে মিউজিক্যাল ডিসপ্লে নিয়ে ব্যাস্ত,সেখানে এই প্রতিষ্ঠানটি বছরের পর বছর ব্যাতিক্রমধর্মী গীতিকাব্য ডিসপ্লে করিয়ে আসছে।মুগ্ধ করছে হাজার হাজার দর্শকদের।এবারোও তার ব্যাতিক্রম ঘটেনি।যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ডিসপ্লে কখন শুরু হবে।সবসময় এই প্রতিষ্ঠানটি ব্যাতিক্রম কিছু করে দেখান,যেটা এবারো তার ব্যাতিক্রম ঘটেনি।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় সহকারী শিক্ষক মোতালেব হোসেন ও আফিয়া ফারজানা উষার পরিচালনায় এবারের এই মনোমুগ্ধকর ডিসপ্লেটি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি আতিকুর রহমান,বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সফি সিকদার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ,ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপু,আজগানা ইউনিয়ন পরিষদের সদস্য বিদ্যুৎ হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জুনায়েদ আহমেদ রান সহ প্রমূখ।
আরোও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোশাররফ হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী,অভিভাবক সহ হাজার হাজার দর্শকবৃন্দ।