মির্জাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

Link Copied!

মাসুদ পারভেজ :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকায় ইট ভর্তি ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০ টার সময় উপজেলার পেকুয়া-অভিরামপুর রাস্তার পেকুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,ঘটনাটি ঘটার পর ট্রাক চালক পালিয়ে গেলেও আমরা ট্রাকটি আটক করে রাখি এবং নিহত ওই ব্যাক্তিকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেই।পরে আমরা জানতে পারলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা গেছে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই মুখলেছুর রহমান জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করি।লাশ এখনোও হাসপাতালে আছে।আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।