আগামীকাল “স্বপ্নছায়া” স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাঠ ফি ব্যাতিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন


মাসুদ পারভেজ:
শুরু হতে যাচ্ছে মির্জাপুরে “স্বপ্নছায়া” স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাঠ ফি ব্যাতিত ভলিবল টুর্নামেন্ট।অনেকেই বলছে এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ।কারন এই টুর্নামেন্টে কোন মাঠ ফি নেই।
আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মুথারচালা বাজার সংলগ্ন এই খেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে।উক্ত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে সখিপুরের তক্তারচালা ভলিবল টিম বনাম কালিয়াকৈরের বাসাকৈর ভলিবল টিম।
খেলাটি মোট ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।প্রত্যেক খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে।ফাইনাল খেলায় পুরষ্কার হিসেবে থাকছে দুটি ফ্রিজ সহ প্রতি খেলায় “ম্যান অফ দ্যা ম্যাচে”র পুরষ্কার।
খেলায় সার্বিক সহযোগিতা করবেন সংগঠনটির সকল সদস্য সহ এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান,এইরকম আয়োজনে আমরা খুবই আনন্দিত এবং প্রতি বছর যেন এইরকম খেলার আয়োজন করেন এই সংগঠনটি।
সংগঠনটির সভাপতি শরিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক তালিব হোসাইন জানান,আমরা এইরকম আনন্দ-বিনোদন ও শিক্ষামূলক আয়োজন এর আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে চাই।তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।