মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘ ক্লাবের শুভ উদ্বোধন


মাসুদ পারভেজ :
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালবেলা উপজেলার বড়চালা বাজার ডৌহাতলী এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, সহ-সভাপতি ডি এম শওকত আকবর,সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা,তরফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বছির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলম হোসেন।