নানান আয়োজনে বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত


মাসুদ পারভেজ :
নানান আয়োজনের মধ্য দিয়ে বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা,ডিসপ্লে ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধ-বৃহস্পতিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) দুইদিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,গান,নৃত্য,ডিসপ্লে প্রতিযোগিতা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য ও প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ,সহ সভাপতি ডিএম শওকত আকবর,সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম,সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ,বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ প্রমূখ।