বংশাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নানান আয়োজনের মধ্য দিয়ে বংশাই স্কুল এন্ড কলেজের ৬০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার-বৃহস্পতিবার (২৯-৩০ জানুয়ারি) দুইদিনব্যাপি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,গান,নৃত্য,ডিসপ্লে প্রতিযোগিতা হয়েছে।
উপজেলা বিএনপির উপদেষ্টা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খান।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ,ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হোসেন কনক ভেন্ডার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন,আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনী বুখারী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী,অভিভাবক সহ হাজারো দর্শক।