‎মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে মারামারি,আহত-১০‎

বার্তা সংবাদ
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৫ | ৭:১৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৫ | ৭:১৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মির্জাপুরে পুরনো শত্রুতার জের ধরে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটেছে।উভয়পক্ষের আহত হয়েছে কমপক্ষে ১০ জন।পরে এক পক্ষ থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে।

‎গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর এলাকায় এই ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান,এই ঘটনায় উক্ত এলাকার সাধারণ মানুষ আতংকের মধ্যে রয়েছে।যেকোন সময় আবারো এমন ধরনের ঘটনা ঘটতে পারে বলেও তারা জানান।তারা আরো বলেন,জুলহাস এবং তার পরিবার এর লোক দ্বারা লতিফপুর চানপুর এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছে,পুর্বেও একাধিক মামলা আছে কিন্তুু মামলার কোন ফলপ্রসু কিছু হয়নি।

‎গোড়াই এলাকার আহত জুলহাস মিয়া সহ অন্যান্যরা বলেন,ওরা আমাদের ওপর আগে হামলা করেছে।পরে আমরা কোনরকম জীবন নিয়ে সেখান থেকে ফিরে এসেছি।আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।তদন্ত চলছে।আমি আইন অনুযায়ী এই হামলার বিচার চাই।

চানপুর এলাকার আহত জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা বলেন,ওরা আমাদের ওপর আগে হামলা করেছে।পরে আমাদের ডাকচিতকারে লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করেছে।আমরা ওদের ভয়ে এখনো কোন আইনি পদক্ষেপ নিতে পারি নাই,তবে নেব।

‎লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি বলেন,মারামারি হয়েছে আমি জানি।আমি দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছি।আমি চাই এলাকায় শান্তি ফিরে আসুক।

‎তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত চলমান।তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন