মির্জাপুরে অবৈধ সাত ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল যৌথবাহিনী

বার্তা সংবাদ
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৫ | ৫:৩৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৫ | ৫:৩৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মাসুদ পারভেজ :

‎টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠা সাত ইটভাঁটায় অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী ও পরিবেশ অধিদপ্তরসহ প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, মির্জাপুর উপজেরা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচারক মিয়া মাহমুদুর হক, সহকারী পরিচালক সজিব কুমার ঘোষসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন ও গ্রাম পুলিশের সদস্যগন।

উল্লেখ্য,এর আগে গত ১২ ডিসেম্বর এই ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা মালিকদের ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ঐ দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন।

‎পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিস সুত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলায় শতাধিক ইটভাটা রয়েছে। সরকারি নিয়ম অনুসারে পরিবেশ অধিদপ্তর, জেলাপ্রশাসকসহ বিভিন্ন অধিদপ্তরের অনুমোদনক্রমে ইটভাটা স্থাপন করার কথা। কিন্ত মির্জাপুর উপজেলায় বেশ কিছু ইটভাটার অনুমোদন নেই। হাইকোর্টে রিট করে নানা কৌশলে ইটভাটা চলমান রেখেছে যা আইনগত ভাবে সঠিক নয়। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছারপত্র ছাড়া তিন ফসলি জমির ওপর মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামে আরবিসি ব্রিকস, এম এস বি ব্রিকস, বাটা ব্রিকস, এইচ ইউ বি ব্রিকস, নিউ রমিজ বিক্রজ, রান ব্রিকজ, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে সনি ব্রিকস ও বাইমাইল গ্রামে বি এন্ড বি ব্রিকসসহ সাতটি ইটভাঁটা নির্মাণ করে ইট তৈরী ও পোড়ানো হচ্ছিল। এর একটি ইটভাটায় কমপক্ষে ১৫ থেকে ২০ একর আবাদী জমি ব্যবহার করা হয়েছে। তিন ফসলি জমিতে অবৈধ ইটভাটা গড়ে তোলায় ইটের কালু ধোয়ায় এলাকায় পরিবেশ মারাত্বক হুমকির মুখে। মরে যাচ্ছে গাছপালা। এই অবৈধ ইটভাঁটার বিষয়টি জানতে পেয়ে পরিবেশ অধিদপ্তর গত ১২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে অভিযুক্ত ৬ ইটভাঁটার অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি প্রত্যেক ইটভাঁটার মালিককে চার লাখ টাকা করে জরিমানা করেন। অবৈধ ভাঁটাগুলোর একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। পরে ওই ইটভাঁটাগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে নির্দেশ অমান্য করে আবার তারা ইট প্রস্তুত করে আসছিল।বৃহস্পতিবার অভিযানে বাটা ব্রিকজ, নিউ সরকার ব্রিকজ, নিউ রমিজ ব্রিকজ, হক ব্রিকজ, বি এন্ড বি ব্রিকজ, সনি ব্রিকজ ও রান ব্রিকস এর চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাঁটাগুলো আগেই পরিদর্শন করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সমেন্ট শাখায় সুপারিশ পাঠানো হয়েছিল। আজ বৃহস্পতিবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর দিক নির্দেশনায় যৌথবাহিনীর সদস্যগনকে সাথে নিয়ে সাতটি ইটভাঁটায় অভিযান পরিচালনা করে ইট পোড়ানোর চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন