টাঙ্গাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Link Copied!

মাসুদ পারভেজ :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শীতার্ত ১০০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় কম্বলগুলো বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল,হাফেজ মাওলানা মুফতি আলী আহমেদ,রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মোস্তফা,প্রতিষ্ঠানটির সদস্য শাহ আল মাসুদ রানা সহ প্রমুখ।