‎আইন অমান্য করে মির্জাপুরে সরকারি রাস্তায় বাঁশের বেড়া ও দোকানপাট নির্মান

বার্তা সংবাদ
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৫:৩৪ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৫:৩৪ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই সৈয়দপুর এলাকায় সরকারি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

ছাত্রলীগ ওই নেতার নাম জিহক খান রুদ্র। সে আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহ–সভাপতি ও সৈয়দপুর গ্রামের মৃত আজম খানের ছেলে। গত মঙ্গলবার রাতের আঁধারে সৈয়দপুর গ্রামের সহস্রাধিক জনসাধারণের চলাচলের একমাত্র এ রাস্তাটিতে বাঁশ দিয়ে আটকে দেন। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

‎স্থানীয়রা জানায় সরকারি এ রাস্তাটি দিয়ে প্রায় হাজারো লোকজনের চলাফেরা। এ রাস্তাটি স্থানীয় এমএসবি ব্রিকস নামের একটি ইটভটার গাড়ীও চলাফেরা করে। মুলত ইটভটার গাড়ি চলাচল নিয়েই এ রাস্তাটিতে বাঁশের বেড়া দেন ওই ছাত্রলীগ নেতা।

স্থানীয়রা আরো জানায়, গত আওয়ামী লীগ সরকারের আমলে ওই রাস্তাটি ব্যবহার করায় এমএসবি ব্রিকসের ইটভাটার মালিকের নিকট থেকে মোটা অংকের টাকা নিতো ছাত্রলীগ নেতা রুদ্র। শেখ হাসিনার পতনের পর সারাদেশের দৃশ্যপট পাল্টে যায়। এবার ওই ভাটার মালিক টাকা দিতে অস্বীকার করায় রাস্তাটিতে বাঁশের বেড়া দেয়। এতে করে ওই গ্রামের বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ নেমে আসে।তারা আরো জানান,সরকারি জমি দখল করে দোকানপাট ভাড়া,সৈয়দপুর আইডিয়াল স্কুলের জমিও সরকারি জমিতে গড়ে উঠেছে।সরকারি জমির একটি সাইনবোর্ড ছিল সেটিও রাতের আধারে সরিয়ে ফেলেছে তারা।

স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্বাছ আলী আব্দুল আলীম ও আনোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তাদের বাসা–বাড়িতে কাজের জন্য ইট বালু ও সিমেন্ট নিতে আনতে সমস্যা পোহাতে হচ্ছে। এক ট্রাক মাটির প্রয়োজন হলেও নেওয়া যাচ্ছে না। অতি প্রয়োজন হলে সড়কের পাশে নামিয়ে ভ্যান দিয়ে আনতে হয়, তাতে খরচ দিগুণ হয়।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, ছাত্রলীগের সহ–সভাপতি জিহক খান রুদ্র সরকারি খাস খতিয়ানে জায়গাটিতে দলীয় প্রভাব খাটিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তুলেন। যথারীতি ভাড়াও তোলেন তিনি। পাশাপাশি রাস্তা ব্যবহার করায় প্রতিবছর ইটভাটার মালিক নুর মোহাম্মদ এর নিকট থেকে মোটা অংকের টাকা নিতেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ায় রাস্তাটি ব্যবহারের টাকা নিতে পারছে না। এজন্য রাতের আঁধারে একটি দোকানঘর নিজেই ভেঙে ইটভাটার মালিক নুর মোহাম্মদ ও তার ছেলে মোশারফকে দোষারপ করে মামলা দেওয়ার পায়তারা করছে। তিনি বলেন ছাত্রলীগের ওই নেতা ছাত্র আন্দোলন দমাতে অগ্রণী ভুমিকা পালন করেছে। এছাড়া তার বাহিনী নিয়ে ছাত্রদের মিছিলে আঘাত করেছে তারপরও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ওই ছাত্রলীগ নেতা,তার খুটির জোর কোথায়?

এমএসবি ব্রিকস ইটভাটার মালিক নুর মোহাম্মদ জানান, দলীয় প্রভাবে রুদ্র রাস্তার জন্য ৩ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে। সরকার এবার জায়গাটি খাস খতিয়ানের সাইবোর্ড টাঙিয়েছে। এ কারণে টাকা দিতে অস্বীকার করায় রাতের আধারে মনির খান, নাজমুল,লেবু খান, মোসলেম উদ্দিন ও নয়ন খানদের নিয়ে রুদ্র নিজের দোকান ভেঙে আমার উপর দোষারুপ করছে। এর প্রতিবাদে এলাবাসীদের নিয়ে ২২ ডিসেম্বর সকালে একটি মানবন্ধন করি।

অভিযুক্ত জিহক খান রুদ্র মুঠোফোনে বলেন, আমরা ২০০৯ সালে ৬৪ শতাংশ জায়গা ক্রয় করি। সম্প্রীতি ২৪ শতাংশ জায়গা সরকারের নামে রেকর্ড হয়। আমরা ওই রেকর্ড কারেকশনের মামলা দায়ের করি। সম্প্রীতি মির্জাপুর আমলী আদালতে ১৪৪ ধারা মামলা করি। আদালত উভয় পক্ষকে স্থিতিশীল থাকার আদেশ দেন। সেই আদেশকে উপেক্ষা করে ইটভাটার মালিক নুর মোহাম্মদ ভেকু দিয়ে কয়েকটি দোকান ভেঙে ফেলে। এ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করি।

‎এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান জানান, বিষয়টি আমি জানি। ওই রাস্তাটিতে বাশের বেড়া তোলার জন্য স্থানীয় নায়েব আমিনুর রহমানকে পাঠিয়ে ছিলেন। বাশের বেড়া খুলে না দিলে আদালতকে তিনি অবহিত করবেন বলেও তিনি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন