বাংলাদেশে আওয়ামীলীগ আর ১০০ বছরেও সোজা হয়ে দাঁড়াতে পারবেনা – সাবেক এমপি কালাম


মাসুদ পারভেজ :
“বাংলাদেশে আওয়ামীলীগ আর ১০০ বছরেও সোজা হয়ে দাঁড়াতে পারবেনা” এমন মন্তব্য করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
তিনি এমন বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসমাবেশে।
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলার বাঁশতৈল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ সহ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।