মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত


মাসুদ পারভেজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মির্জাপুর উপজেলা শাখার আয়োজনে সহনশীল,ন্যায় ভিত্তিক এবং মানবিক সমাজ গঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলার গোড়াই এলাকার মিলগেইট থেকে মিছিল বের করে ক্যাডেট কলেজ প্রদক্ষিণ হয়ে ফ্লাই ওভার ব্রিজের নিচে অবস্থান করে নেতৃবৃন্দরা।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আব্দুল জওয়াত পুলক,যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খালিদুর রহমান ফরিদ,কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. নাজমুল আলম বিপ্লব,সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক হিমেল হোসেন জাহিদ,গোড়াই ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রানা,উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ নুরুল ইসলাম নুরেল,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবেদ হোসেন আজমীর,সদস্য সোহান সানিয়াত,ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আল আমিন সহ প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন,বিভিন্ন ফ্যাক্টরীতে অবৈধ দখলদারিত্ব,বাজার নিয়ন্ত্রণ চাঁদাবাজি এবং সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে আজকে আমাদের এই শান্তি সমাবেশের মূল লক্ষ্য।যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টাও করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।
শান্তি সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আলী আজম খান উথান।