ময়মনসিংহের ভালুকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির জিটুপি পদ্ধতি বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ভালুকার উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ম অফিসার্স ক্লাবে ওই সেমিনার হয়। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার অসীম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে (ঝুমে) বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়াো বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহামেদ, বিআরডিবি ভালুকার চেয়ারম্যান মোস্তফা কামাল, সাংবাদিক ওমর ফারুক তালুকদার সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা এবং ইউনিয়ন সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।