মির্জাপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম


মাসুদ পারভেজ :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল মোহাম্মদ মুনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুল- কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রীদের যৌন নিপীড়ন, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের সাথে প্রধান শিক্ষক জড়িত।তাই আমাদের দাবি একটাই,প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রধান শিক্ষক পদত্যাগ না করেন,তাহলে আমরা আরো কঠোরভাবে আন্দোলন করতে বাধ্য হব।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক এসে হাজির হন বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।আজাহারুল ইসলাম, ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,কোন ছাত্র আন্দোলন বৃথা যায় নি,তোমাদের আন্দোনও বৃথা যাবে না।তোমাদের এই ১ দফা যৌক্তিক আন্দোলনের সাথে আমি একমত।কিন্তু তা হতে হবে শান্তি শৃঙ্খলার মধ্যে।কোন জনদূর্ভোগ সৃষ্টি করে না।পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে তাদের বিদ্যালয়ে চলে যান।