মির্জাপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

বার্তা সংবাদ
আপডেটঃ আগস্ট ২২, ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ আগস্ট ২২, ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

মাসুদ পারভেজ :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল মোহাম্মদ মুনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১.৩০ মিনিটের দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল ও বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রীদের যৌন নিপীড়ন, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাৎ, কর্মচারী ও শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য, সরকারি টিন বিক্রি, অতিরিক্ত বেতন আদায়, রশিদ বিহীন অর্থ গ্রহণ, বিদ্যালয় রাজনীতিমুক্তকরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বেতন মওকুফসহ ২৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এদিকে স্থানীয়রাও প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বলেন,এইরকম একজন দূর্নীতিবাজ প্রধান শিক্ষক বিদ্যালয়ে থাকলে বিদ্যালয়টির জন্য অমঙ্গল বয়ে আনবে।তিনি দীর্ঘদিন ধরেই দূর্নীতির সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত।তারা আরো বলেন,প্রধান শিক্ষক তার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের বিভিন্ন খাতে আসা উন্নয়নের সরকারি বরাদ্দের টাকা আত্মসাত করেছেন।তাই আমাদের দাবি একটাই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. এমরান হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সবগুলো মিথ্যা ও ভিত্তিহীন। যৌন নিপীড়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি কোন শিক্ষার্থী প্রমাণ দিতে পারে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন