ময়মনসিংহের ভালুকায় মসজিদ ও ঈদগাহ্ মাঠ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। ২০ আগস্ট মঙ্গলবার রাজৈ বোটবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে বলেন, রাজৈ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোস্তফা কামাল দলিয় প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে নানা ভাবে হয়রানি করেছে। সে মসজিদ ও ঈদগাহ মাঠের জন্য বিভিন্ন সরকারী অনুদানের টাকাসহ স্থানীয়দের অনুদানের টাকা ও মসজিদের জমিতে দোকান নির্মান করে সেই দোকানের সিকিউরিটি বাবদ প্রতিজনের কাছ থেকে অন্তত ২/৩ লক্ষ টাকা নিয়েছে এবং দোকান ভাড়া বাবদ প্রতিমাসে প্রত্যেক দোকান থেকে ৩ হাজার টাকা করে নিয়েছে। তারা আরও বলেন, মোস্তফা কামাল মসজিদ কমিটির সভাপতির কাছ থেকে জোরপূর্বক সাক্ষর নিয়ে নিজে সভাপতি সাজেন এবং বিভিন্ন ভাবে মসজিদ ও ঈদগাহ মাঠের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ক্ষমতার পট পরিবর্তের সাথে সাথে সে এলাকা থেকে লাপাত্তা হয়ে যায়। সিকিউরিটি বাবদ দেওয়া টাকা উদ্ধারের জন্য হন্য হয়ে ঘুরছে ভুক্তভোগীরা। স্টেম্প করে টাকা নেওয়ার প্রমান রয়েছে বলেও জানান তারা। মোস্তফা কামালের বিচার দাবিতে ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন তারা।