মির্জাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি


মাসুদ পারভেজ :
পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচারের দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ডেকেছে বিএনপি।
বুধবার (১৫ই আগষ্ট) দুপুর ১২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মির্জাপুর উপজেলা শাখার আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ হয়ে অফিসের সামনে এসে অবস্থান করেন।পরে সেখানে বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপরে যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মুহসিন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।