ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শোহাল শান্তির বাজার থেকে নিষিদ্ধ ম্যাজিক জাল আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান এর পরিচালনায় মোবাইল কোর্ট টিম। জানা যায়, ১৫ জুলাই সোমবার দুপুরে অভিযানে শোহাল শান্তির বাজার এলাকা থেকে নিষিদ্ধ প্রায় ৫০০ মিটার ম্যাজিক জাল আটক করা হয়েছে। আইন বহির্ভূতভাবে বিভিন্ন খাল বিল থেকে এসব জাল দিয়ে খাওয়ার অযোগ্য মাছ নিধনে ব্যাপক ভূমিকা রাখছে এসব নিষিদ্ধ ম্যাজিক জাল। আটককৃত জালগুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান ও মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান এসব নিষিদ্ধ ম্যাজিক জাল পুড়িয়ে দেন। মোবাইল কোর্ট চলাকালে ভালুকা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, প্রানী সম্পদ কর্মকতা ডা: মতিউর রহমান, ময়মনসিংহ এবং ভালুকা মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ চায়না ম্যাজিক জাল আটক করি। মৎস্য সংরক্ষনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।