ময়মনসিংহের ভালুকায় ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম। ৮ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদের নিজ কাযার্লয়ে তিনি ওই মতবিনিময় করেন। এসময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শওকত আলী, ঠিকাদার অ্যাসোসিয়শনের সভাপতি মাহবুবুল আলম বাচু সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন খান প্রমুখ। এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম বলেন, আমাকে বা আমার অফিসের কাউক কোন কমিশন দেয়া লাগবেনা। আপনারা ভালো মানের কাজ করবেন। কাজ সঠিক না হলে বিল পাবেন না। প্রতিটি ভালো কাজে আপনাদেরকে আমি ব্যাক্তিগত তহবিল থেকে পুরস্কৃত করবো। এসময় ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা সকলেই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামকে ধন্যবাদ জানান।