গোড়াই ফ্লাইওভার ব্রিজের নিচে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

Link Copied!

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভার ব্রিজের নিচসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে,অস্থায়ী দোকানপাট বসিয়েছে একদল অসাধু ব্যাবসায়ীরা। ফলে,সৃষ্টি হয় যানজট,ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
সাধারণ মানুষের কথা চিন্তা করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ কর্তৃক,গোড়াই হাইওয়ে থানা এলাকাধীন অবৈধ স্থাপনার স্থানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টার সময় উক্ত এলাকাগুলোতে এই উচ্ছেদ অভিযানটি চালানো হয় বলে জানা যায়।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ বলেন,আমাদের হাইওয়ের সিনিয়র স্যারদের নির্দেশে মহাসড়ক এলাকায় যানযট নিরসনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।