ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

Link Copied!

ভালুকা প্রতিনিধি, ওমর ফারুক তালুকদার:
ময়মনসিংহের ভালুকায় কৃষি উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে শনিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান পাঠান কামাল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম রাফিসহ নেতৃবৃন্দ।