আজ প্রকৃতিপ্রেমী কবি ও সাহিত্যিক গাজী আহমদ করিমের ১৫তম মৃত্যুবার্ষিকী


বার্তা সংবাদ ডেস্ক:
আজ ২৭ জুন বৃহস্পতিবার প্রকৃতিপ্রেমী কবি ও সাহিত্যিক গাজী আহমদ করিমের ১৫তম মৃত্যৃবার্ষিকী। ২০০৯ সালের আজকের এই দিনে প্রতিভাবান এই কবি পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে যান।
তিনি প্রকৃতিপ্রেমী কবি হিসেবেই সর্বাধিক সমাদৃত। তার লেখনিতে ফুটে উঠেছে এ দেশের আবহমান লোকজ সংস্কৃতির অপরুপ সৌন্দর্য।
পাকিস্তান আমলে কবি গাজী আহমদ করিম বিমান বাহিনীতে রাডারম্যান হিসেবে কর্মরত ছিলেন।লেখালেখির নেশায় একটা সময় চাকরি ছেড়ে সাহিত্য চর্চা শুরু করেন। পরবর্তীতে তার লেখা বাংলাদেশের পাঠক সমাজে সুপরিচিত হয়ে উঠে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কবির গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী সম্পর্কে কবির চতুর্থ সন্তান গাজী মো: জহিরুল ইসলাম বলেন, প্রতিবছর গ্রামের বাড়িতে আমরা আব্বার মৃত্যুবার্ষিকী পালন করি। আমি আব্বাকে খুব ভালোবাসি, আব্বাও আমাদের নয় ভাইবোনকে আদর ও স্নেহ করতেন।