মির্জাপুরে নানান আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
নানান আয়োজনের মধ্য দিয়ে মির্জাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এ সময় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র্যালি,কেক কাটা,আলেচনা সভা ও দোয়া মাহফিল করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (২৩ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত,জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি,সহ সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল,যুগ্ন সম্পাদক আবু রায়হান সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন,ত্রান- সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর মঈন হোসেন রাজীব সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনসমূহের বিভিন্ন নেতৃবৃন্দ