সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপন

বার্তা সংবাদ
আপডেটঃ জুন ১৬, ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ জুন ১৬, ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ ব্যুরো চীফ:

 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

১৬ই জুন রবিবার সুরেশ্বর দরবার থেকে তুলা ছবি|

আজ১৬ জুন রবিবার সকাল ৬টায় ঈদের প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম শেখ।
ঈদুল আজহার এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েকশ’ মুসল্লি অংশ নেন। ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে ।

সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।

তিনি বলেন, ‘ঈদুল আজহা হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহকে কতটুকু ভালবাসেন তাঁর একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতায়ালা।

আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বলেন- হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো। এর প্রেক্ষিতেই মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন।
তবে বর্তমান প্রেক্ষাপটে কোরবানী একটা লোক দেখানো অনুষ্ঠানে পরিণত হয়েছে। ঈদ উল আযহা বা কোরবানীর মূল শিক্ষা বা উদ্দেশ্য হচ্ছে ত্যাগ। এই দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে সবার জীবন। এই দিন থেকে ত্যাগের শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করবে এটাই কোরবানীর শিক্ষা। কিন্তু বাস্তবে যে সঠিক নিয়মে যাকাত আদায় করে না লোক দেখানোর জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে বড় গরু জবাই করে লোকের কাছে বাহাবা পেতে চায়। বেশিরভাগ লোক দেখানো কোরবানী অবৈধ টাকা (সুদ, ঘুষ, চাঁদাবাজী, চুরি, ডাকাতি, বাটপারি) দিয়ে করে থাকে। আবার গরীব দূঃখীর হক মেরে সেই মাংস ডিপ ফ্রিজে সংরক্ষন করে সারা বছর তৃপ্তির সাথে খায়। কর্পোরেট জগৎ ও ঈদ উল আযহার উৎসবকে বাণিজ্যিক উৎসবে পরিণত করে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ডিপফ্রিজ কিনতে উৎসাহিত করে যাতে করে কোরবানীর মাংস সংরক্ষন করতে পারে।
এ ক্ষেত্রে ঘরের বধুরাও কম নয়। তারা ত্যাগ না করে মাংস আত্মসাৎ করার প্রতিযোগিতায় নামে। যৌথ পরিবারের অন্য কেউ তার চেয়ে বেশি মাংস নিলো কি না বা তার বাপের বাড়ির আত্মীয় স্বজনদের বেশি করে মাংস পাঠানো হলো কি না এই নিয়ে তটস্থ। হাতে বেশি মাংস থাকলে দান না করে ডিপ ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ না থাকলে বাড়ির কর্তাকে নতুন ফ্রিজ কেনার চাপ দিতে হবে। কোরবানীর আসল শিক্ষা কেউ গ্রহণ করতে চায় না। আমরা যদি ধর্মীয় মূল্যবোধ থেকে কুরবানী করি তবে আল্লাহ যেমন খুশি হবেন তেমনি ত্যাগের মানসিকতা সমাজে সংসারে সকলকে সুখী হতে সহায়তা করবে।
ঈদ উল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন