তুফানের কথা ঘরে ঘরে হবে: মিমির স্বপ্ন


তুফান এমন একটি চলচ্চিত্র যা নিয়ে ঘরে ঘরে কথা হবে – যা কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী তার তারকাখচিত চলচ্চিত্র সম্পর্কে ভবিষ্যদ্বাণী করলেন । বুধবার ঢাকায় পৌঁছে তিনি বলেন, তুফান সিনেমা নিয়ে তিনি খুবই উত্তেজিত।
ঈদুল আজহায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘তুফান’। আর সবার মুখে এই ছবি নিয়ে কথা হচ্ছে , সবার এখন আগ্রহের বিষয় এই ছবি! বুধবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীতে ছবিটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সুপারস্টার শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পরিচালক রায়হান রাফিসহ ছবির অন্যান্য কলাকুশলীরা।
কলকাতা থেকে অপ্রত্যাশিতভাবে ঢাকায় এসেছেন মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে ‘তুফান’ ছবির অভিনেত্রীর নানা অভিজ্ঞতার কথা জানান মিমি।
মিমি বলেছেন: ধন্যবাদ ‘তুফান’ এর জন্য প্রথমবারের মতো অনেকের সঙ্গে কাজ করলাম। শাকিব খান, চঞ্চল চৌধুরী ও নাবিলা দারুণ। আমি আশা করি এই ছবিটি সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।
সবার আতিথেয়তায় মুগ্ধ হন মিমি। তিনি অনুরোধ করেন যে কেউ তাকে যেন অতিথি বলে না ডাকে। তিনি বলেন, তুফান বানানোর সময় আমি কখনো ভাবিনি এটা অন্য দেশের ছবি। আমার মনে হলো এটা আমাদেরই চলচ্চিত্র। আমি এই বাংলার মেয়ে। যেখানে ভাষা, সংস্কৃতি, আচার-অনুষ্ঠান সবই এক সেখানে আমি বিদেশে আছি বলে কেন মনে হবে? সবশেষে মিমি চক্রবর্তী সবার প্রশংসা করেন।