দেশে অবিবাহিত নারীর চেয়ে অবিবাহিত পুরুষের হার ১৩% বেশি

বার্তা সংবাদ
আপডেটঃ জুন ১১, ২০২৪ | ১০:৩৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
বার্তা সংবাদ
আপডেটঃ জুন ১১, ২০২৪ | ১০:৩৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!
দেশে-অবিবাহিত-নারীর-চেয়ে-অবিবাহিত-পুরুষের-হার-১৩-বেশি

নিজস্ব প্রতিবেদকঃ

এদেশে বিবাহিত পুরুষের চেয়ে বিবাহিত নারীর সংখ্যা বেশি। উপরন্তু, বিবাহবিচ্ছেদ, তাদের সঙ্গীর থেকে বিচ্ছেদ বা তাদের সঙ্গীর মৃত্যুর পরে পুরুষদের তুলনায় নারীদের অবিবাহিত হওয়ার সম্ভাবনা বেশি। অবিবাহিত পুরুষদের অনুপাত এখন অবিবাহিত মহিলাদের তুলনায় ১৩% বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক জরিপ ২০২৩-এ এই তথ্য প্রকাশ করা হবে।

তদন্ত প্রতিবেদনটি বিবিএসের ওয়েবসাইটে ৫ জুন প্রকাশিত হয়। এই প্রতিবেদন অনুযায়ী অবিবাহিত পুরুষের অনুপাত ৩৫%-এর বেশি। অপরদিকে অবিবাহিত মহিলাদের অনুপাত ২২% এর বেশি। পুরুষদের মধ্যে, এই অনুপাত সিলেট জেলায় সর্বোচ্চ ৪৫% এবং রাজশাহী জেলায় সর্বনিম্ন ৩১%। মহিলাদের মধ্যে এই অনুপাত সবচেয়ে বেশি সিলেট জেলায় প্রায় ৩২ শতাংশ এবং সর্বনিম্ন রাজশাহী জেলায় ১৮ শতাংশ।

উপরন্তু, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বহুবিবাহের হার বেশি। প্রায় ৪% পুরুষ এবং ১% এরও বেশি মহিলা একাধিকবার বিয়ে করেছেন। মাত্র ১% পুরুষ অনিরাপদ পরিস্থিতিতে একা থাকেন। অন্যদিকে, প্রায় ৯% মহিলা বিধবা হিসাবে বসবাস করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটি গত বছরের ২১ মে থেকে ২২ জুনের মধ্যে সাড়া দেশের প্রায়  ২,৯৮,৭৩৪ পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে।

সমীক্ষায় বৈবাহিক অবস্থাও বিশ্লেষণ করে দেখা গেছে যে দেশের জনসংখ্যার ৬৫ শতাংশ বিবাহিত। তাদের মধ্যে বিবাহিত পুরুষের অংশ ৬৩ শতাংশ এবং বিবাহিত মহিলাদের অংশ প্রায় ৬৮ শতাংশ। বিবাহিত জনসংখ্যার হার সবচেয়ে বেশি রাজশাহী জেলায় ৬৯ শতাংশ এবং সবচেয়ে কম সিলেট জেলায় ৫৫ শতাংশ। বহুবিবাহের হারও সবচেয়ে বেশি রাজশাহী জেলায় এবং সবচেয়ে কম সিলেট জেলায়।

জরিপে পরিবারের প্রধান হিসেবে পুরুষের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। জরিপ অনুযায়ী, দেশের ৮৬ শতাংশ পরিবারের প্রধান পুরুষ। আর ১৪ শতাংশ পরিবারের প্রধান নারী। শহরাঞ্চলে গৃহপ্রধানের নারীর অনুপাত কিছুটা বেশি। বিভাগীয় সমীক্ষায় দেখা গেছে, রংপুরে পুরুষ প্রধান পরিবারের অনুপাত সবচেয়ে বেশি ৯২ শতাংশ। আর নারী প্রধান পরিবারের অনুপাত চট্টগ্রামে ২৪ শতাংশ বেশি।

২০২২ সালের জনসংখ্যা ও গৃহস্থ শুমারির প্রকল্প ব্যবস্থাপক দিলদার হোসেন প্রথম আলোকে বলেন, জনসংখ্যা ও গৃহ শুমারি প্রকল্পে সব তথ্য প্রকাশ করা হয় না। এই প্রকল্পে আর্থ-সামাজিক এবং জনসংখ্যা সংক্রান্ত গবেষণার মাধ্যমে সামাজিক সমস্যাগুলি বিস্তারিতভাবে আচ্ছাদিত করা হয়েছে । এই জরিপ অনুশীলন সারা বিশ্বে বিদ্যমান। বৈবাহিক অবস্থা সম্পর্কে, তিনি বলেন: “আমরা এইমাত্র তথ্য জমা দিয়েছি। “গবেষকরা ভাল বলতে পারবেন কেন হার কম বা বেশি।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নারীকে শ্লীলতাহানি ও চাঁদাবাজি মামলায় বাঁধন গ্রেফতার হলেও পিস্তল ওসমান ধরাছোঁয়ার বাইরে ‎কাইতলা পশুর হাট নিরাপত্তায় যৌথবাহিনী প্রতারণা মামলায় “বারেক” কারাগারে নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা কলাবাগানে ছাগল যাওয়ায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন;আসামির বাড়িতে আগুন এসএসসি পরীক্ষার প্রথম দিনে মির্জাপুরে অনুপস্থিত ৬১ জন নারী শ্রমিক করেছে ধর্ষণ মামলা;অভিযুক্তরা বলছে এটা টাকা হাতিয়ে নেয়ার কৌশল সিনেমা স্টাইলে নিজের বিয়ে ভাঙলেন ছাত্রলীগ নেতা;খেলেন গণধোলাই জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির দেয়াল ভাঙচুর ও গাছপালা কর্তন ঈদের রাতে পারিবারিক শত্রুতার জেরে বাবা-মা ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে জখম ‎ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি “কালাম” ‎মির্জাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব মির্জাপুরে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম;২৪ দিনেও গ্রেফতার হয়নি আসামি মির্জাপুর-ধামরাই অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎তেলিপাড়া প্রবাসী ঐক্য জোট সদস্যদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎কুড়িপাড়ায় শিশু ধর্ষণের শিকার সেই পরিবারকে ঈদ উপহার দিলো “সাইদ সোহরাব” ‎ মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মির্জাপুরে বিএনপি নেতার ইন্তেকাল জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের আয়োজনে মির্জাপুর শাখার ইফতার মাহফিল মির্জাপুরে নেতাদের নামে মিথ্যা সংবাদ অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন