ঢাকা || বুধবার , ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল টাইগার্স মিউজিয়াম এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত হয়েছে-

বার্তা সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত ‘শেখ জামাল টাইগার্স মিউজিয়াম’ আজ (০৫ জুন ২০২৪) উদ্বোধন করলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল ১৯৭৫ সালে ‘রয়েল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট’ হতে কমিশন লাভের পর ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (জুনিয়র টাইগার্স) এ যোগদান করেন। গত ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও শহিদ হন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এ সূর্যসন্তানের স্মৃতিকে অম্লান করে রাখার প্রয়াসে টাইগার্স ডেন খ্যাত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত হয়েছে ‘শেখ জামাল টাইগার্স মিউজিয়াম’। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধসহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৬ বছরের ঐতিহ্য, সময়ের বিবর্তনে কালের সাক্ষী অমূল্য নিদর্শনসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মিত হয়েছে।