ময়মনসিংহে মাদক-অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

ময়মনসিংহে মাদক ও পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি পুলিশ) সদস্যরা। শহরের পুরোহিতপাড়ার বাসিন্দা মাসুদ পারভেজকে মঙ্গলবার বিকালে চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদ পারভেজের নিকট থেকে ১০০টি ইয়াবা ট্যাবেলেট, একটি পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ডিবির ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।